মতিয়া চৌধুরীর আদালত অবমাননার আদেশ ১৮ অক্টোবর

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ দেওয়া হবে ১৮ অক্টোবর। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এ তারিখ ধার্য করেন।


গত বৃহস্পতিবার মতিয়া চৌধুরীর আইনজীবী রেজিয়া সুলতানা মন্ত্রীর বক্তব্যের বিষয়ে তাঁর লিখিত ব্যাখ্যা উপস্থাপন করেন। আদেশের জন্য ট্রাইব্যুনাল আজকের দিনটি ধার্য করেছিলেন।
আজ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে মতিয়া চৌধুরীর আইনজীবী সময়ের আবেদন জানান। ট্রাইব্যুনাল ১৮ অক্টোবর আদালত অবমাননার বিষয়ে আদেশের তারিখ ধার্য করেন।
গত ২৯ আগস্ট জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম মন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি ট্রাইব্যুনাল-২-এ দাখিল করেন। সে সময় তাজুল ইসলাম বলেন, গত ৭ আগস্ট মতিয়া চৌধুরী শেরপুরে গরিবদের মধ্যে সেমাই, চিনি প্রভৃতি বিতরণকালে বলেছেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বিচারে সাফাই সাক্ষ্য দিতে যাবে, তাদের চিহ্নিত করে এলাকায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ ওই সময় কৃষিমন্ত্রী আরও বলেন, ‘সাফাই সাক্ষ্য দিয়ে তারা বাড়ি ফিরতে পারবে কি না সন্দেহ। ঘরে ফেরার আগেই জনগণ তাদের পিটিয়ে বিচার করে ফেলবে।’ তাঁর এ বক্তব্য আদালত অবমাননার শামিল। আইনজীবী তাঁর বক্তব্যের সমর্থনে ট্রাইব্যুনালে দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করেন।

No comments

Powered by Blogger.