চট্টগ্রামের ইউএসটিসিতে উপাচার্যের ছেলেকে অবাঞ্ছিত ঘোষণা

বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) শিক্ষার্থীরা অযোগ্যতা ও মানসিক ভারসাম্যহীনতার অভিযোগে উপাচার্য ডা. নুরুল ইসলামের ছেলে আহমেদ ইফতেখার ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ জাকির হোসেন সড়কে উপাচার্যের বাংলো ঘেরাও করে এ ঘোষণা দেয় ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশনের (এফবিএ) শিক্ষার্থীরা। তিন শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি আট হাজার টাকা কম্পিউটার ল্যাব ফি, আট হাজার টাকা ইন্টার্নশিপ চার্জ, আট হাজার টাকা আন্তর্জাতিক শিক্ষাসফর ফি নেওয়া হলেও বাস্তবে এসব সুযোগ-সুবিধার ছিঁটেফোঁটাও দেওয়া হচ্ছে না। ভর্তির সময় প্রসপেক্টাসে শিক্ষার্থীদের যেসব সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল বাস্তবে তা নেই। বদ্ধ শ্রেণিকক্ষগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র নেই। অভিজ্ঞ শিক্ষক নেই।

No comments

Powered by Blogger.