ভিকটিম সাপোর্ট সেন্টার-সেবার মানসিকতা প্রাধান্য পাক

শুধু রাজধানীর তেজগাঁওয়ে নয়, ছয়টি বিভাগীয় শহর ও রাঙামাটিতে গড়ে উঠেছে ভিকটিম সাপোর্ট সেন্টার। নির্যাতনের শিকার অসহায় নারী ও শিশুদের আশ্রয় কেন্দ্র হিসেবে থানা সংলগ্ন স্থাপনায় ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে এ সেন্টারগুলো।


রাজধানীর তেজগাঁও থানা সংলগ্ন একটি ভবনে ২০০৯ সালে যাত্রা শুরু করেছে একটি ভিকটিম সাপোর্ট সেন্টার। এখানে নির্যাতিত, নিপীড়িত নারী ও শিশুদের সেবা দেওয়া হচ্ছে। সঙ্গে আছে আইনি সহায়তার ব্যবস্থাও। আশ্বস্ত হওয়ার মতো খবর এটি। দেশে থানা সম্পর্কে সাধারণের দৃষ্টিভঙ্গি অনেকটাই বিরূপ। কেউ গুরুতর নির্যাতন, নিপীড়নের শিকার হলেও পারতপক্ষে থানার শরণাপন্ন হতে চায় না। বিপদে-আপদে থানা-পুলিশ এড়িয়ে চলাই রেওয়াজ। কেননা, অনেক ক্ষেত্রেই থানা সহায়কের ভূমিকা না নিয়ে উল্টো হয়রানিমূলক আচরণ করে। প্রায়ই অভিযোগ ওঠে দায়িত্বরত পুলিশ বিপদাপন্ন মানুষের পক্ষাবলম্বন না করে অপরাধীদের পক্ষ নেয় মোটা অঙ্কের উৎকোচের লোভে। গুরুতর অপরাধকে কাটছাঁট করে উপস্থাপনের রেওয়াজ এন্তার। সাধারণ অভিযোগ জানাতে থানায় গেলেও নানা হয়রানির শিকার হতে হয়। ছোটখাটো নানা অনিয়মের পাশাপাশি বড় বড় নানা অপকর্মও হয় পুলিশের মাধ্যমে। ফলে থানা-পুলিশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক মনোভাব আছে জনমনে। এ মনোভাব দূর করতে হলে প্রথমত পুলিশকেই এগিয়ে যেতে হবে। সেবার মানসিকতা নিয়ে যদি পুলিশ মানুষের পাশে দাঁড়ায় তবে ধারণা বদলাতে সময় লাগবে না। কিন্তু এ কাজটি দুরূহ ও সময়সাপেক্ষ। দীর্ঘদিন ধরে পুলিশ যে ধারাবাহিকতার মধ্যে কাজ করছে তাতে সেবার বদলে শাসকের ভূমিকাতেই তারা অবতীর্ণ। ক্ষমতাসীনদের দ্বারা ব্যবহৃত হতে হতে তাদের মধ্যে দুর্নীতি, অনিয়মসহ নানা অপরাধ সঞ্চারিত হয়েছে। পুলিশকে এ অবস্থা থেকে মুক্ত করতে সর্বাগ্রে রাজনৈতিক উদ্যোগ দরকার। সরকারের দৃষ্টিভঙ্গিই পরিবর্তিত হলে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। কিন্তু ক্ষমতাসীনদের দৃষ্টিভঙ্গি বদলানোর আভাস সহসা মিলছে না। তবুও সংস্কারের আকাঙ্ক্ষা থেমে নেই। প্রান্তিক পর্যায়ে হলেও নানা উদ্যোগ সক্রিয় আছে। এসব উদ্যোগে উন্নয়ন অংশীদার, এনজিওর যেমন ভূমিকা আছে তেমনি সরকারেরও অংশগ্রহণ আছে। পুলিশের মধ্যেও ইতিবাচক মনোভাব আছে। ফলে মডেল থানা প্রকল্পসহ নানা সেবামূলক উদ্যোগ চলতে পারছে। সংস্কার ও সেবামূলক আরেক উদ্যোগ এই ভিকটিম সাপোর্ট সেন্টার। আমরা এ উদ্যোগের সাফল্য কামনা করি। আশা করি, ভিকটিমদের সাপোর্ট দেওয়ার দায়িত্বটা শুধু এ সেন্টারের নয়, প্রতিটি থানায় প্রতিজন পুলিশ সদস্যের মধ্যে ভিকটিমদের সাপোর্ট দেওয়ার ব্যবস্থা গড়ে উঠতে হবে।
 

No comments

Powered by Blogger.