রুয়েটে তৈরি হলো গোয়েন্দা রোবট by রফিকুল ইসলাম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র রুবেল আহাম্মেদ ও রাকিবুল ইসলাম একটি গোয়েন্দা রোবট তৈরি করেছেন। নির্মাতারা জানান, রোবটটি চালানোর জন্য ইন্টারনেট সংযোগ লাগবে। যেকোনো জায়গা থেকেই একে নিয়ন্ত্রণ করা যাবে।


ইন্টারনেটে প্রবেশ করে একটি বিশেষ সফটওয়্যারের নিরাপত্তা কোডের মাধ্যমে রোবটটির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। রোবট নিশ্চয়তামূলক বার্তার মাধ্যমে সাড়া দিয়েই কাজ শুরু করবে। এটি আশপাশের পরিবেশের জীবন্ত ভিডিও পাঠাতে থাকবে। ভিডিওগুলো দেখে কখন কী করতে হবে সে সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রক। এ ছাড়া গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে রোবটটি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। ফলে রোবটটির অবস্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া যাবে। মানুষের জন্য প্রতিকূল পরিস্থিতি, যেমন- সামরিক অভিযান, বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মতো ঝুঁকিপূর্ণ কাজে রোবটটি ব্যবহার করা যাবে। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে রোবটটি প্রদর্শন করা হয়। এ সময় রুয়েটের উপাচার্য প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরী, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক শাহজাদা মাহমুদুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, 'এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সামরিক খাত, গ্যাস উত্তোলন শিল্পের মতো বিভিন্ন কাজে রোবটটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।'

No comments

Powered by Blogger.