আয়োজন-তিন বীর নারীকে সংবর্ধনা

ফরিজা খাতুন, পুষ্পরানী শুক্ল বৈদ্য এবং মালতী রানী— তিনজনই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হয়েছেন ক্ষতিগ্রস্ত। বিমান শেলের আঘাতে ফরিজা খাতুন হারিয়েছেন তাঁঁর পা আর অন্য দুজন হারিয়েছেন সিঁথির সিদুর, পরিবারের সদস্য; হয়েছেন নির্যাতনের শিকার।


কমান্ড্যান্ট মানিক চৌধুরীর মেয়ে কেয়া চৌধুরী ‘চেতনায় ’৭১ হবিগঞ্জ’ নামক সংগঠনের মাধ্যমে খুঁজে বের করেন এই তিনজনকে। যোগাযোগ করেন ‘চেষ্টা’ নামের একটা সামাজিক সংগঠনের সঙ্গে। চেষ্টার পক্ষ থেকেই ৩১ মার্চ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সম্মাননা দেওয়া হয় এই তিন বীর নারীকে। ফুল আর উত্তরীয় দিয়ে তাঁদের বরণ করে নিতে এসেছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ।
শর্মিলা সিনড্রেলা

No comments

Powered by Blogger.