সারাইখানা-আউটসোর্সিং

অ্যাড ক্লিক-বিষয়ক কাজ সম্পর্কে জানতে চাই। শফিউল মানিক সাধারণত অ্যাড ক্লিক-বিষয়ক কাজ বলতে আমরা পিটিসি (পেইড টু ক্লিক) বুঝি। এটি একটি সম্পূর্ণ ভুয়া বিষয়। সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। এ রকম কোনো কাজ ফ্রিল্যান্সিংয়ের মধ্যে নেই। পারলে এসব থেকে দূরে থাকুন।


আর গুগল অ্যাডসেন্স প্রোগ্রামে অ্যাড ক্লিকের মাধ্যমে যে টাকা আয়ের বিষয়টি আছে, সেটি একটি সঠিক পদ্ধতি ও গ্রহণযোগ্য। তবে না জেনেশুনে এবং বুঝে অ্যাডসেন্স ব্যবহার করাও ঠিক নয়।

আউটসোর্সিংয়ের কাজ করার ইচ্ছা আছে। এর মাধ্যমে আয়ের অর্থ সংগ্রহের বিষয়ে জানতে চাই।
জুবায়ের আহমেদ
আউটসোর্সিং সাইটগুলো থেকে দেশে টাকা আনার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় দুটি পদ্ধতি হচ্ছে Payoneer ডেবিট মাস্টারকার্ড এবং Skrill বা Moneybookers। প্রথম পদ্ধতিতে একটি মাস্টারকার্ড প্রদান করা হয়, যার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলা যায়। এ ক্ষেত্রে কোনো ব্যাংক হিসাবের প্রয়োজন নেই। আর স্ক্রিলের মাধ্যমে টাকা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হয়।
পরামর্শ দিয়েছেন—ফ্রিল্যান্সার জাকারিয়া চৌধুরী, মামুনুর রশীদ ও আল আমিন চৌধুরী

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা
সারাইখানা, প্রজন্ম ডট কম
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.info

No comments

Powered by Blogger.