অস্কার উপস্থাপনায় এবার হ্যালি বেরি by ইশানা ইশরাত

৮৪ তম একাডেমিক অ্যাওয়ার্ড (অস্কার)-এর  জমকালো চুড়ান্ত আসর বসবে এবার হলিউডের কোডাক স্টুডিওতে আগামী ২৬ ফেব্র“য়ারি। টম ক্রুজ আর জেনিফার লোপেজের সঙ্গে এবার অস্কার উপস্থাপনায় দেখা যাবে হলিউডের ব্ল্যাক-বিউটি হ্যালি বেরিকে।

একাডেমিক মোশান পিকচার আর্টস এন্ড সায়েন্স (এএমপিএএসএ)-এর আয়োজনে ওয়ার্ল্ড শোবিজের সবচেয়ে বড় মর্যাদার আসর অস্কারের এবারের নমিনেশন ঘোষণা করা হয়েছে গত ২৪ জানুয়ারি। অস্কার কমিটি সম্প্রতি ঘোষনা দিয়েছেন টম ক্রুজ, জেনিফার লোপেজ আর  ‘ব্রাইডসমেডস’ ছবির শিল্পীদের সঙ্গে অস্কারের ৮৪তম আসর উপস্থাপনা করবেন হলিউডের বিশ্বখ্যাত অভিনেত্রী হ্যালি বেরি।

২০০২ সালে ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী সর্বশেষ অস্কারের মঞ্চে উঠেছেন। সেই বছর ‘মনস্টারস বল’ ছবিতে অভিনয় করে হ্যালি বেরি শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাবটি জয় করে ছিলেন। ১০ বছর পর আবারও অস্কারের মঞ্চে দেখা যাবে তাকে। এবার অবশ্য পুরস্কার নিতে নয়, অস্কার উপস্থাপনার জন্যই তার ডাক পড়েছে এবং তিনি তাতে সানন্দে সম্মতি দিয়েছেন।

No comments

Powered by Blogger.