একটা জয় চান আফ্রিদি

মাঠের বাইরে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে চলছে বিতর্ক। তারই জের এসে পড়েছে মাঠের পারফরম্যান্সেও। পরশু কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৮.৪ ওভারে করে ৮৯ রান। ধুন্ধুমার ক্রিকেটে যা তাদের সর্বনিম্ন স্কোর। ম্যাচ আসলে সেখানেই শেষ।
তবে ‘স্পট ফিক্সিং’ বিতর্কের সঙ্গে দলের এমন বাজে পারফরম্যান্সকে মিলিয়ে দেখতে রাজি নন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি, ‘আমরা একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সত্যি, তবে পেশাদার হিসেবে আমাদের মনোযোগটা ক্রিকেটেই থাকা উচিত।’
সেটা থাকলে হয়তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচই হতো। কিন্তু হলো একপেশে ম্যাচ। ২২ রানে আফ্রিদিসহ ৪ উইকেটের পতন এবং ৮৯ রানে পাকিস্তান অলআউট—এর পর ধরেই নেওয়া হয়েছিল ম্যাচ জিতবে ইংল্যান্ড। বাকি ছিল শুধু ক্রিকেটের অনিশ্চয়তা। কিন্তু সে অনিশ্চয়তার মঞ্চায়ন হতে দেয়নি পল কলিংউডের ইংল্যান্ড। ইংল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারে দলের ২৬ রানে ডেভিসের রানআউট হওয়ার পরের বলেই কিসওয়েটার আউট হয়ে গেলে যা একটু উত্তেজনার আঁচ পাওয়া গিয়েছিল। পরে আরও দুটি উইকেট হারালেও ৩৬ বল হাতে রেখেই জিতে যায় ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে এটা ইংল্যান্ডের টানা সপ্তম জয়। টানা জয়ের রেকর্ডে এখন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ হলো ইংল্যান্ডও।
স্পট ফিক্সিং বিতর্ককে অজুহাত হিসেবে দেখাতে না চাইলেও এটি যে দলের মনোবলকে তলানিতে নিয়ে গেছে, তা মানছেন আফ্রিদি। এ থেকে উত্তরণের পথ দেখছেন একটাই—জয়। ‘আমি শুধু একটা জয় চাই। ওয়ানডে সিরিজেও আমি এভাবে দলকে হতাশ করতে পারি না।’
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। পরের চারটি ম্যাচ হবে ১২, ১৭, ২০ ও ২২ সেপ্টেম্বর।

No comments

Powered by Blogger.