তিব্বতি শরণার্থীদের চীনের হাতে তুলে দিচ্ছে নেপাল

নেপাল সরকারের বিরুদ্ধে সে দেশে অবস্থানরত তিব্বতি শরণার্থীদের আটক করে চীনের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।
নেপালে কর্মরত বিভিন্ন তিব্বতি মানবাধিকার সংস্থা কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানালেও ভারত সরকার এ ব্যাপারে নিশ্চুপ রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত জুন মাস থেকেই নেপাল তিব্বতি শরণার্থীদের ধরতে নজরদারি বৃদ্ধি করেছে। জুনেই ৩৩ জন তিব্বতি শরণার্থীকে নেপাল সরকার চীনের হাতে তুলে দেয়। সম্প্রতি চীন নেপালকে ১৫ লাখ মার্কিন ডলার সাহায্য দেওয়ার পরপরই তিব্বতি শরণার্থীদের ব্যাপারে নেপাল সরকার কঠোর অবস্থান নিয়েছে। সেই ১৫ লাখ ডলার চীন তিব্বতি শরণার্থীদের ব্যাপারে নজরদারি বৃদ্ধির জন্য নেপালকে দিয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন।
এদিকে ভারত সরকার তিব্বতি শরণার্থীদের ব্যাপারে নেপালের অবস্থানে উদ্বিগ্ন হলেও এখনই এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না বলে জানা গেছে। তবে ভারতীয় সরকারি মহল মনে করে, তিব্বতি শরণার্থীদের ব্যাপারে নেপাল সরকার যা করছে, তা দক্ষিণ এশিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি ও অন্যতম বিশ্ব পরাশক্তি চীনের প্রভাব বৃদ্ধিরই আরেকটি উদাহরণ।

No comments

Powered by Blogger.