‘শত্রুসম্পত্তি’ নিয়ে পূর্ণাঙ্গ বিল উঠছে পার্লামেন্টে

‘শত্রুসম্পত্তি’ নিয়ে এবার পূর্ণাঙ্গ বিল আসছে ভারতের পার্লামেন্টে। নভেম্বরে শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হবে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শত্রুসম্পত্তি নিয়ে প্রথমে অধ্যাদেশ আনার প্রস্তাব উঠলে তা বাতিল হয়ে যায়।
গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংশোধনী বিল লোকসভায় পেশ করার উদ্যোগ নেয়। এ সময় প্রতিবাদ জানান সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব, রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবসহ বিজেপির নেতারা। লালু ও মুলায়ম সিং অভিযোগ করেন, এই বিলে সংখ্যালঘু মুসলিমদের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে।
ভারত ভাগের পর যেসব ভারতীয় মুসলিম তাঁদের সম্পত্তি ফেলে পাকিস্তান চলে যান, তাঁদের সম্পত্তি শত্রুসম্পত্তি বলে পরিচিত। এসব সম্পত্তি এখন ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন। ভারতে এ ধরনের দুই হাজার ১৬৮টি সম্পত্তি রয়েছে।

No comments

Powered by Blogger.