কারিগরি অদক্ষতাই বিস্ফোরণের কারণ

মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণের জন্য ব্রিটিশ তেল কোম্পানি বিপির কারিগরি ও জনবলের অদক্ষতাকে দায়ী করা হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব এক তদন্ত প্রতিবেদনে গতকাল বুধবার এ কথা বলা হয়েছে।
তেলক্ষেত্রের ওই বিস্ফোরণ ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় তেল বিপর্যয়ের ঘটনা। এতে ১১ জন নিহত ও ১৭ জন আহত হয়। প্রায় ৪৯ লাখ ব্যারেল জ্বালানি তেল উপসাগরে ছড়িয়ে পড়ে। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটে।
প্রতিবেদনে বলা হয়, পাইপলাইনের ত্রুটিপূর্ণ জোড়া, তেলের চাপ নির্ণয়ে ব্যর্থতা এবং বিস্ফোরণ নিয়ন্ত্রণের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় দুর্ঘটনা ঘটে।

No comments

Powered by Blogger.