অবসরের বয়স বৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে ধর্মঘটে অচল ফ্রান্স

চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর সরকারি পরিকল্পনার প্রতিবাদে ডাকা ধর্মঘটে মঙ্গলবার কার্যত অচল হয়ে পড়ে ফ্রান্স। ট্রেন ও বিমান চলাচল চরমভাবে ব্যাহত হয় এবং অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালত বন্ধ ছিল।
সরকারি চাকরির বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করার পরিকল্পনা করছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ২০১৮ নাগাদ এই পরিকল্পনা কার্যকর করা হবে। অবসরের বয়সসীমা ইউরোপের মধ্যে ফ্রান্সেই সবচেয়ে কম।
ধর্মঘটে পাঁচটি টিজিভি দ্রুতগতির ট্রেনের মধ্যে তিনটি বন্ধ ছিল। এ ছাড়া রাজধানী প্যারিসে পাতাল রেলসহ রেল চলাচল চরমভাবে ব্যাহত হয়।
বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘটের ফলে প্যারিস থেকে স্বল্পপাল্লার বিমানের এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিল বা বিলম্ববিত হয়। তবে দূরপাল্লার ফ্লাইটগুলো সময়মতো চলাচল করে।
ধর্মঘট আহ্বানকারী ইউনিয়ন জানিয়েছে, বিক্ষোভে প্রায় ২৫ লাখ মানুষ অংশ নিয়েছে। প্যারিসে এত বেশিসংখ্যক মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেয় যে মিছিল দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়।

No comments

Powered by Blogger.