ইউএস ওপেনের সেমিফাইনালে ফেদারার

ষষ্ঠবারের মতো ইউএস ওপেন জয়ের পথে আরও একধাপ পেরোলেন রজার ফেদারার। কোয়ার্টার ফাইনালে সুইডিশ রবিন সোডার্লিংকে ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন টেনিস র‌্যাংঙ্কিংয়ের দুই নম্বর তারকা ফেদারার।
গত ফ্রেঞ্চ ওপেনে এই সোডার্লিংয়ের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন ফেদারার। এবার শিরোপার পথে প্রথম বাধাটি বেশ ভালোমতোই উতরে গেলেন তিনি। সেমিফাইনালে ফেদারার মুখোমুখি হবেন নোভাক জকোভিচের। গয়েল মনফিলসকে ৭-৬ (৭-২), ৬-১, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জকোভিচ।
ইউএস ওপেনে টানা চতুর্থবারের মতো মুখোমুখি হবেন ফেদারার ও জকোভিচ। পরিসংখ্যানের দিক দিয়ে অবশ্য এগিয়ে আছেন ফেদারারই। ২০০৭ সালে ফাইনালে আর গত দুই বছর জকোভিচকে সেমিফাইনালে হারিয়েছিলেন ফেদারার। এবারও কি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন ১৬ বারের গ্রান্ডস্ল্যাম বিজয়ী?
জকোভিচ অবশ্য ইউএস ওপেনের পরিসংখ্যান ভুলে গিয়ে স্মরণ করতে পারেন ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনের স্মৃতি। সেবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেই ফেদারারের শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছিলেন জকোভিচ।

No comments

Powered by Blogger.