রাশিয়ার জাদুঘর থেকে আড়াই লাখ নিদর্শন খোয়া গেছে

রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, সে দেশের জাদুঘরগুলো থেকে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ নিদর্শন খোয়া গেছে। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিশেষজ্ঞ লিউবোভ মোলখানোভা গত তিন বছরের একটি পর্যালোচনা প্রতিবেদনের উল্লেখ করে গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।
মোলখানোভা বলেছেন, তাঁরা সমগ্র রাশিয়ার এক হাজার ৮৮১টি, অর্থাৎ দেশের ৯৭ শতাংশ জাদুঘরের নিদর্শনের ব্যাপারে খোঁজ নিয়েছেন।
অনুসন্ধানে দেখা গেছে, সারা দেশের জাদুঘর থেকে এ পর্যন্ত কমপক্ষে দুই লাখ ৪২ হাজার নিদর্শন খোয়া গেছে। এর মধ্যে সাড়ে ২৪ হাজার নিদর্শন খুঁজে বের করার জন্য বিভিন্ন সময় সার্চ ওয়ারেন্ট জারি করা হয়। বাকি দুই লাখ ১৯ হাজার নিদর্শন ‘অজ্ঞাত কারণে’ হারিয়ে গেছে।
মোলখানোভা বলেন, জাদুঘর থেকে বিভিন্ন আঞ্চলিক কর্মকর্তারা নিদর্শন নিয়ে তা আর ফেরত না দেওয়া এসব খোয়া যাওয়ার আরেকটি বড় কারণ।

No comments

Powered by Blogger.