ডিএসই: আজ সাধারণ সূচক কমেছে ১০.৭৬ পয়েন্ট

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ সোমবার সাধারণ মূল্যসূচক ও আর্থিক লেনদেন দুই-ই কমেছে। আজ সাধারণ মূল্যসূচক ১০ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৭৯৮ দশমিক ৪৭ পয়েন্টে।
এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে এক হাজার ২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৭৬ কোটি টাকা কম।
আজ লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজও আগের দিনের মতো লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে বিএসআরএম স্টিল। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা অপর তিনটি প্রতিষ্ঠান হলো—আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে ফাইন ফুডস লিমিটেডের। এ ছাড়া সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং ও সায়হাম টেক্সটাইল দর বৃদ্ধিতে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—বিডি অটোকারস, আইসিবি, সোনালী আঁশ, সাফকো স্পিনিং ও শ্যামপুর সুগার।

No comments

Powered by Blogger.