গতির প্রতিযোগিতায় প্রাণ গেল দুই বন্ধুর

অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। এরা হলেন- মেহেদি হাসান রিফাত (১৯) ও জাহাঙ্গীর আলম (১৯)। এ ঘটনায় আনিসুল ইসলাম নামে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত আনিসুলের অবস্থা আশঙ্কামুক্ত। পুলিশ রিফাতের বিস্তারিত পরিচয় জানাতে পারলেও জাহাঙ্গীর আলমের পূর্ণাঙ্গ পরিচয় জানাতে পারেনি। গতকাল ভোর সাড়ে ৫টায় যাত্রাবাড়ী ফ্লাইওভারের কুতুবখালী নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ছিটকে পড়ে। এতে রিফাত, জাহাঙ্গীর ও ফ্লাইওভারের ওপর নিরাপত্তার দায়িত্ব পালনকারী আনিসুল গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রিফাতকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জাহাঙ্গীরকে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টার দিকেও তিনি মারা যান। যাত্রাবাড়ী থানার এসআই মফিজ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই ফ্লাইওভারের কয়েকজন নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে জানা গেছে, একসঙ্গে ১০টি মোটর সাইকেল গতির প্রতিযোগিতা তুলে ছিল। এতে প্রচণ্ড গতির একটি মোটরসাইকেল কুতুবখালীতে উল্টে যায়। তিনি আরও জানান, তারা সবাই মিলে শুক্রবার রাতে মাওয়া ফেরিঘাটে ইলিশ খেতে গিয়েছিলেন। ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। মফিজ উদ্দিন আরও জানান, রিফাত পশ্চিম নাখালপাড়ার ৭৮৯ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি তেজগাঁও এর বিএফ শাহীন কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

No comments

Powered by Blogger.