ঢাবিতে শিক্ষক মারধরের প্রতিবাদে ক্লাস বর্জনের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান কর্তৃক এক শিক্ষককে মারধরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।  এ দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেন শিক্ষার্থীরা।রোববার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। এছাড়া একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি পেশ করে তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন। তাতে লিখা ছিল- ‘নৈতিকতা আজ ক্ষতবিক্ষত, মুখ বুজে আর কত?’, ‘এত লজ্জায় মুখ লুকাব কোথায়?’, ‘সমাধান নয় সুবিচার চাই’, ‘শিক্ষক এমন কেন?’, ‘নীরবতাই আমাদের শক্তি’।
এ সময় মানববন্ধন থেকে সাব্বির হোসেন শুভ বলেন, সম্প্রতি আমাদের বিভাগের চেয়ারম্যান কর্তৃক এক শিক্ষক লাঞ্ছনার শিকার হয়েছেন তাতে আমরা হতবাক এবং একই সঙ্গে ক্ষুদ্ধ। এ ধরণের ঘটনায় আমরা লজ্জিত। এ ঘটনায় বিভাগের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন। ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরাও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছি। বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নওশেরা শিরিন বলেন, শিক্ষক হবেন শিক্ষার্থীদের রোল মডেল। কিন্তু বর্তমানের কিছু কিছু শিক্ষকের আচরণে আমাদেরকে হতবাক হতে হয়। মানববন্ধনে আরো বক্তব্য দেন- কানিজ ফাতেমা, আতিয়া নুর চৌধুরী, আহমেদ রুবেল তানভীর, রাহাত, তৃতীয় বর্ষের শিশির, দ্বিতীয় বর্ষের শাহজালাল, বিভাগের সাবেক ছাত্র তৌহিদুর রহমান প্রমুখ।উল্লেখ্য ১৩ মার্চ ঢাবি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগর ব্যাবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম এর বিরুদ্ধে তার সহকর্মী সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে মারধরের অভিযোগ উঠে। ১৪ মার্চ ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টর বরাবর অভিযোগপত্র দেন।

No comments

Powered by Blogger.