সিরিয়ায় একই সুচ-ব্যান্ডেজ বারবার!

সিরিয়ায় যুদ্ধে হতাহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন সেখানকার ডাক্তাররা। চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে একই সুচ-ব্যান্ডেজ ব্যবহার করতে হচ্ছে তাদের। একমাত্র রক্ত বন্ধ করা ছাড়া গুরুতর আহতদের অন্য কোনো চিকিৎসা দিতে পারছেন না তারা। চিকিৎসার অভাবে ডাক্তারদের চোখের সামনেই মারা যাচ্ছেন হতাহত রোগীরা। ৫০ বছর বয়সী ট্রমার ডাক্তার হামিদ বলেন, মারাত্মকভাবে আহত বহু শিশুকে হাসপাতালে আনা হয়েছে। এদের বেশিরভাগই মারা গেছে মাথা, বুক বা পেটে মারাÍক জখমের কারণে। তাদের ৭ অথবা ১৪ দিনের নিবিড় চিকিৎসার দরকার ছিল। লন্ডনের মতো শহরে হলে তাদের অনেককেই বাঁচানো যেত। কিন্তু ঘৌটায় আমরা কিছুই করতে পারছি না। শুধু রক্তটুকু বন্ধ করে ছাড়তে হচ্ছে। কোনো চিকিৎসা ছাড়াই আমাদের চোখের সামনে মারা যাচ্ছে।’ তিনি আরও বলেন, আমরা একই সুচ-ব্যান্ডেজ বারবার ব্যবহার করছি। আহতদের ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যাচ্ছে। তাদের ব্যান্ডেজ দরকার। কিন্তু একই ব্যান্ডেজ বারবার ব্যবহার করতে হচ্ছে।’ রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত শেষ ঘাঁটি পূর্ব ঘৌটার নিয়ন্ত্রণ নিতে মাস খানেক আগে জোরালো অভিযান শুরু করে সরকারি বাহিনী। প্রেসিডেন্ট আসাদের বাহিনীর সঙ্গে সঙ্গে নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে রুশ বিমানবাহিনী। সরকার নিয়ন্ত্রিত এলাকায় পাল্টা হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। গত এক মাসে অন্তত ১১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। এদের বেশিরভাগই নারী ও শিশু। হাসপাতালগুলো গুরুতর আহত রোগীতে পরিপূর্ণ। তাদেরকে প্রাণে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন ডাক্তাররা।
তবে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ না থাকায় ভয়াবহ বিপর্যয়ের মুখে তারা। বিবিসির খবরে বলা হয়েছে, পূর্ব ঘৌটার হাসপাতালগুলোয় গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম শেষ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সেখানে রেডক্রসের একটি গাড়িবহর ঢুকতে দেয়া হয়েছিল। বহরটিকে কোনো চিকিৎসা সরঞ্জাম নিতে দেয়া হয়নি। এর আগে অনেকদিন অপেক্ষার পর জাতিসংঘ ও রেডক্রসের ত্রাণ বহনকারী ৪৬টি গাড়ি অঞ্চলটিতে ঢুকতে দেয়া হয়। কিন্তু এসব ত্রাণের ৭০ শতাংশই সরকারি বাহিনী সরিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। এসব ত্রাণের মধ্যে জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ছিল। এদিকে সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে সরকারি বাহিনীর যুদ্ধস্থল ছেড়ে পালাচ্ছেন লাখ লাখ নাগরিক। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আফরিন ও পূর্ব ঘৌটা থেকে গত তিন দিনে পালিয়েছেন সাড়ে তিন লাখের বেশি সিরীয়। যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে নিজেদের ভিটেমাটি ছেড়ে যাচ্ছেন তারা। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত পূর্ব ঘৌটা থেকে পালিয়েছে প্রায় ৪০ হাজার মানুষ। আর আফরিন থেকে বাস্তুচ্যুত হয়েছেন দুই লক্ষাধিক মানুষ। পূর্ব ঘৌটায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বানের পরও হামলা থামেনি। সিরিয়ার সরকারি বাহিনী এখন ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর দিকে এগোচ্ছে। বিবিসি জানিয়েছে, শুক্রবার সরকার বাহিনীর বিমান হামলায় অন্তত ৬২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

No comments

Powered by Blogger.