আফরিন নিয়ে যে কোনো সময় সুখবর দিতে পারব: এরদোগান

চারপাশ থেকে ঘিরে রাখা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আফরিনে যে কোনো মুহূর্তে তুরস্কের সেনাবাহিনী ঢুকে পড়তে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মার্দিন প্রদেশে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির ষষ্ঠ বার্ষিক কংগ্রেসে শনিবার তিনি বলেন, আমরা আফরিনে প্রবেশ করতে প্রস্তুত। যে কোনো সময় আমরা এ ব্যাপারে সুখবর দিতে পারব। এরদোগান বলেন, অপারেশন অলিভ ব্রাঞ্চ শুরু হওয়ার পর সাড়ে তিন হাজারেরও বেশি সন্ত্রাসীকে আফরিন থেকে বের করে দেয়া হয়েছে। এতে সন্ত্রাসীরা হয়তো আত্মসমর্পণ, নিহত কিংবা তাদের গ্রেফতারের মুখোমুখি হয়েছে। গেল ২০ জানুয়ারি থেকে আফরিন থেকে ওয়াইপিজি যোদ্ধাদের তাড়াতে তুরস্ক অপারেশন অলিভ ব্রাঞ্চ শুরু করে। এর পর থেকে দেশটি ২৬৪ স্থানকে মুক্ত করেছে।

No comments

Powered by Blogger.