রেস্তোরাঁয় বিনে পয়সায় খাবার!

রেস্তোরাঁয় ফ্রি অর্থাৎ বিনে পয়সায় খাবার! শুনেই চমকে উঠতে পারেন আপনি। ব্রিটিশ সংবাদপত্র ডেইলিমেইলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাপানের টোকিওতে মিরাই সোকুডো নামে রেস্তোরাঁ তাদের গ্রাহকদের জন্য আজব নিয়ম চালু করেছে। জানা গেছে, রেস্তোরাঁয় গ্রাহকদের জন্য বিনে পয়সায় খাবার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে তার বদলে গ্রাহকদের ৫০ মিনিট খাটতে হবে হোটেলের হয়ে! ২০১৬ সালে রেস্তোরাঁটি চালু করেন সেকাই কোবায়াশি নামে এক জাপানি। রেস্তোরাঁটিতে এখন পর্যন্ত ৫০০ জনকে বিনা পয়সায় খাবার দেয়ার চুক্তি হয়েছে বলে জানা গেছে। তবে খাবার খাওয়ার পর তাদের রেস্তোরাঁর বিভিন্ন কাজ যেমন- বাসন মেজে দেয়া থেকে অর্ডার নেয়া পর্যন্ত করতে হয়। মূলত গরিব গ্রাহকদের কথা ভেবেই এ ব্যবস্থা। রেস্তোরাঁটিতে মালিক সেকাই কোবায়াশিই একমাত্র স্থায়ী কর্মী। বাকি যারা রয়েছেন, তারা বিনে পয়সায় খাবার খাওয়া গ্রাহক।

No comments

Powered by Blogger.