এজিয়ান সাগরে নৌকা ডুবে ১৪ জনের মৃত্যু

গ্রিসের এজিয়ান সাগরে নৌকা ডুবে চার শিশুসহ অন্তত ১৪ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নৌকাটিতে ২০ জন অভিবাসী ছিল বলে গ্রিসের পুলিশ শনিবার জানিয়েছে। ডুবে যাওয়া নৌকাটি অভিবাসীদের নিয়ে তুরস্ক থেকে গ্রিসের দিকে যাচ্ছিল।
আগাথোনিসি দ্বীপের উপকূলে একজন পুরুষ, এক নারী এবং চার শিশুর দেহ ভেসে উঠার পর পুলিশ আরো আট ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হয়। দুই নারী এবং এক পুরুষ নিরাপদ স্থানে সাঁতরে এসে পুলিশকে নৌকাডুবির ঘটনা জানায়। নৌকাটিতে ২১ জন লোক ছিল বলে তারা জানিয়েছেন। একটি টহল নৌকা, একটি সামরিক হেলিকপ্টার এবং তিনটি মাছ ধরার নৌকা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে এবং কোস্টগার্ড কর্মকর্তারা এ ক্ষেত্রে ইউরোপীয়ন বর্ডার এজেন্সি বা ফ্রন্টটেক্সের সহযোগিতা চেয়েছেনও বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। চার বছর আগে শরণার্থী সংকট সৃষ্টি হওয়ার পর গত বছর অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ সর্বনিম্ন পর্যায়ে ছিল বলে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে।

No comments

Powered by Blogger.