ওকালতনামায় স্বাক্ষর নিতে খালেদার সাক্ষাৎ পাননি আইনজীবীরা

কুমিল্লা, নড়াইল ও ঢাকার সিএমএম কোর্টের চার মামলায় আইনি মোকাবিলার জন্য ওকালতনামায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সই নিতে পারেননি তার আইনজীবীরা। কারাবন্দি খালেদা জিয়ার সই সংগ্রহ করতে গতকাল বিকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান তার কয়েকজন আইনজীবী। কারাফটকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ওকালতনামায় সই সংগ্রহে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে ফিরে যান তারা। এসময় অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাবন্দি রাখতেই ওকালতনামায় সই না দিতে কারা কর্তৃপক্ষ কৌশল নিয়েছে। তিনি বলেন, জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তাকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার মধ্যে একটি মামলা কুমিল্লায়, একটি নড়াইলের ও দুটি মামলা ঢাকার সিএমএম আদালতের। অনেকবার চেষ্টা করেও ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর পাওয়া যায়নি। ওকালতনামায় স্বাক্ষর নিয়ে খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করা হবে। তিনি জানান, এর আগে কারাগারে ১৯টি ওকালতনামা দেয়া হয়েছে। তার মধ্যে নড়াইল ও সিএমএম কোর্টের মামলাগুলোর ওকালতনামাও ছিল। কারা কর্তৃপক্ষ কেবল কুমিল্লার একটি মামলার ওকালতনামা স্বাক্ষর করিয়ে সরবরাহ করেছে। বাকি ওকালতনামা স্বাক্ষর করে কারা কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়নি। তিনি বলেন, নড়াইল ও সিএমএম কোর্টের তিনটি মামলার ওকালতনামায় স্বাক্ষর করাতে এসেছিলাম। আমাদের কাছ থেকে সেই ওকালতনামা নিয়ে ভেরিফাই করেছেন কারা কর্তৃপক্ষ। কিন্তু ওই তিনটি ওকালতনামায় স্বাক্ষর এনে দিতে তারা বিব্রতবোধ করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে যে কারণ মনে হয় তা হলো- একটি ওকালতনামা দিয়েছে। ওই মামলায় জামিন হওয়ার পর যখন জামিননামা কারাগারে পাঠাবো তখন তারা একেকটি করে কারাগারের কাস্টডিতে পাঠাবে। সেজন্য তারা আমাদের ওকালতনামা দেয়নি। এসময় অ্যাডভোকেট জয়নাল আবদিন মেজবাহ, অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ও অ্যাডভোকেট কালাম খান তার সঙ্গে ছিলেন।

No comments

Powered by Blogger.