কমলগঞ্জে জমে উঠেছে ঈদের কেনা-কাটা, শীর্ষে কিরণমালা by সাজিদুর রহমান সাজু

কমলগঞ্জে ঈদের কেনা-কাটায় বেশ জমে উঠেছে। গত ক’দিন ধরে উপজেলা সদরের ভানুগাছ পৌর বাজারসহ উপজেলার আদমপুর,শমশেরনগর,মুন্সীবাজার ও পতনউষার বাজারের ছোট-বড় মার্কেটগুলোতে কেনা-কাটার ব্যস্ততা দেখা যায়। বাহারি রঙের, বৈচিত্র্যময় নামে নানা পোশাকে সেজেছে মার্কেটের ছোট-বড় দোকানগুলো। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের পদচারণায় মুখরিত মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার বিপণিবিতানগুলো। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, লুঙ্গি, লেডিস পোশাকসহ নানা ধরনের পোশাক-এর মধ্যে শিশু ও মহিলাদের পোশাকের চাহিদা বেশি। এর মধ্যে শীর্ষে রয়েছে কিরণমালা। বুধবার উপজেলার বিভিন্ন হাট বাজারের বিপণিবিতান ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে ক্রেতাদের ভিড় রয়েছে। তবে গত বারের তুলনায় এ বছর বিকিকিনি এখনও শুরু হয়নি। গত বছরের পাখি ড্রেসের বাজার এ বছর দখল করে নিয়েছে কিরণমালা। তরুণীদের চাহিদার কিরণমালার ড্রেস ঈদ বাজারে হিট। ঈদে ক্রেতাদের চাহিদার শাড়ি হচ্ছে ভাগলপুরি কাতান,দু-পিয়ান কাতান,সাউথ কাতান ও বেঙ্গালুর কাতান। থ্রি-পিস ড্রেসের মধ্যে বেশি হিটে রয়েছে কিরণমালা। তারপর রয়েছে অপেরা,গাদোয়ান। আবার বেশির ভাগ তরুণদের দৃষ্টি নর্মাল সুতি কাপড়ের প্রতি। আলাপকালে পাল ব্রাদার্স-এর মালিক মধু সুদন পাল বলেন, ক্রেতার ভিড় হলেও আশানুরূপ বিকিকিনি এখনও শুরু হয়নি। ২৫ রমজানের পর পুরোদমে বিকিকিনি শুরু হবে। তারিথ ক্লথ স্টোর-এর মালিক ময়না বলেন,থ্রি-পিসের মধ্যে এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কিরণমালা। আর ছেলেদের পোশাকে বিভিন্ন মডেলের টি-শার্ট এবার নজর কেড়েছে কিশোরদের। চাহিদার কাপড়ের চড়া দাম হলেও ক্রেতারা তাদের পছন্দের পোশাক নিতেই চেষ্টা করছেন। এ ছাড়া ঈদের বাজারে বিভিন্ন জুতা ও কসমেটিকসের দোকানেও প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে।

No comments

Powered by Blogger.