উত্ত্যক্ত করায় থানায় নিয়ে তরুণকে জুতাপেটা তরুণীর

উত্ত্যক্ত করায় এক তরুণকে থানায় নিয়ে জুটাপোটা করেছে এক তরুণী। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের এমন একটি ভিডিও ছাড়য়ে পড়ে। ভিডিওটি ভারতের উত্তর প্রদেশের একটি থানার ভেতরের দৃশ্য। ভিডিওতে দেখা যায়, ইভটিজিং করার অভিযোগে আটক এক তরুণকে থানার ভেতরেই পুলিশ কর্মকর্তার সামনে জুতা দিয়ে পেটাচ্ছে এক তরুণীকে। ক্যামেরার সামনে ওই তরুণকে নিজের পায়ে ধরে মাফ চাইতে বাধ্য করছে সে। সেই সঙ্গে আর কখনো উত্যক্ত করবে কি না, মারতে মারতে সেই প্রশ্নও বারবার করছে তরুণীটি। ইউটিউবে গত ৭ জুলাই এনডিটিভির পোস্ট করা ভিডিওটি শেয়ার করা হয়েছে ৪১ হাজারবার। ভারতীয় গণমাধ্যম মিড-ডে ওই কিশোরীর বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানায়, সরস্বতী বিদ্যা মন্দির কলেজের বাইরে দাঁড়িয়ে ওই তরুণ প্রায়ই সময় মেয়েদের প্রতি অশালিন মন্তব্য করত। পরে একদিন ওই তরুণকে থানায় নিয়ে এসে মারধর করতে শুরু করে ওই তরুণী। মিড-ডে বলছে, সম্ভবত ভিডিওটি করেছেন একজন পুলিশ সদস্য। কেননা ভিডিও শুরুর সময় শোনা যায় কেউ একজন মেয়েটিকে উদ্দেশ্য করে বলছেন, ‘আসো মা, মারো’ (চাল বেটা, মার)। সেই সঙ্গে ভিডিওটিতে আরো একজন পুলিশ সদস্যকে দেখা যায় যিনি মেয়েটির পেটানোর দৃশ্য দেখে হাসছেন। এ ঘটনায় কিশোরীটি কোনো মামলা না করায় মাফ চেয়েই ছাড়া পেয়ে গেছে তরুণটি। তবে পিলিভিট জেলার পুলিশ সুপার জে কে শাহী এই ভিডিওটি দেখার পর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

No comments

Powered by Blogger.