সাবেক সৌদি পররাষ্ট্রমন্ত্রী সউদ আল-ফয়সাল আর নেই

সৌদি আরবের যুবরাজ সৌদ আল-ফয়সাল ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মধ্যরাতের পর সৌদি আরবের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম তার মৃত্যুর খবর ঘোষণা করে। প্রাথমিকভাবে, প্রয়াত যুবরাজের মৃত্যুর কারণ জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন। দীর্ঘ ৪০ বছর দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্বে দীর্ঘতম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার রেকর্ড ছিল জনপ্রিয় এ রাজনীতিকের। ১৯৭৫ সালে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এ বছরের ২৯শে এপ্রিল স্বাস্থ্য-সমস্যার কারণে অবসর নেন সৌদি আরবের এ যুবরাজ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন সউদ আল-ফয়সাল। সম্প্রতি গত কয়েক বছরে কয়েকবার সউদ আল-ফয়সালের পিঠে অস্ত্রোপচার করা হয়। ফলে, হাঁটার জন্য তিনি ছড়ি ব্যবহার করতেন। অন্যান্য আরও কয়েকটি রোগে ভুগছিলেন তিনি। অবসর নেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাকে অভিবাদন জানিয়ে বলেছিলেন, সউদ আল-ফয়সাল শুধু বিশ্বের দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রীই নন, তিনি সবচেয়ে জ্ঞানী বা বিচক্ষণ পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও অন্যতম। এদিকে বর্ণাঢ্য ক্যারিয়ারের এ শীর্ষ রাজনীতিকের জীবনাবসানে সৌদি রাজপরিবার ও সৌদি আরবজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

No comments

Powered by Blogger.