রেমিট্যান্স এসেছে ৫৬ কোটি ডলার

চলতি ডিসেম্বর মাসের ১২ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ৮৩ লাখ ৯০,০০০ ডলার। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ১লা থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত রাষ্টওায়ত্ত সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ ১৬ কোটি ৫৭ লাখ ৯০,০০০ ডলার। এ ছাড়া ৩৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ৬৮ লাখ ১০,০০০ ডলার। রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ দ্বিগুণ বেশি। একই সময়ে বিশেষায়িত এবং বিদেশী ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ যথাক্রমে ৮২ লাখ ১০,০০০ এবং ৫০ লাখ ৯০,০০০ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ডিসেম্বরে আসা ৩৭ কোটি ৬৮ লাখ ১০,০০০ ডলারের মধ্যে আল-আরাফাহ ২৯ লাখ ৯০,০০০, এবি ব্যাংক ১ কোটি ২২ লাখ ৮০,০০০, কমার্স ব্যাংক ৩ লাখ ৩০, ব্যাংক এশিয়া ১ কোটি ৬৫ লাখ ১০,০০০, ব্র্যাক ব্যাংক ১ কোটি ১০,০০০, ঢাকা ব্যাংক ১ কোটি ৫০ লাখ ৬০,০০০, ডাচ্‌-বাংলা ১ কোটি ২১ লাখ ১০,০০০, ইস্টার্ন ব্যাংক ১ কোটি ১৭ লাখ ৭০,০০০, এক্সিম ব্যাংক ৭ লাখ ৫০,০০০ু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৭ লাখ ৭০,০০০, আইএফআইসি ১৭ লাখ ৪০,০০০, ইসলামী ব্যাংক ১৩ কোটি ৯৪ লাখ, যমুনা ব্যাংক ৩৪ লাখ ৭০,০০০, মার্কেন্টাইল ৭৪ লাখ ৪০,০০০, এমটিবি ৪৫ লাখ ৮০,০০০, ন্যাশনাল ২ কোটি ৭৫ লাখ ৭০,০০০, এনসিসি ৮৫ লাখ ৬০,০০০, এনআরবি ৫০,০০০, ওয়ান ব্যাংক ৪ লাখ ৪০,০০০, প্রাইম ১ কোটি ২০ লাখ ৪০,০০০, পূবালী ১ কোটি ৬৯ লাখ ৪০,০০০, শাহজালাল ৩ লাখ ৪০,০০০, এসআইবিএল ১৩ লাখ ৪০,০০০, সাউথইস্ট ১ কোটি ২৫ লাখ, স্ট্যান্ডার্ড ৩৯ লাখ ৯০,০০০, দ্য সিটি ব্যাংক ১ কোটি ৬০ লাখ ১০,০০০, প্রিমিয়ার ১৮ লাখ ৩০,০০০, ট্রাস্ট ব্যাংক ৪৬ লাখ ৯০,০০০, ইউসিবিএল ২৭ লাখ ৬০,০০০, উত্তরা ২ কোটি ৭৩ লাখ ৩০,০০০ ও আইসিবি ইসলামী ১ লাখ ২০,০০০ ডলার। এদিকে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একই সময়ে আসা রেমিট্যান্সের পরিমাণ ১৬ কোটি ৫৭ লাখ ৩০,০০০ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ৬ কোটি ৪১ লাখ ৪০,০০০, জনতা ৪ কোটি ৫৪ লাখ ৮০,০০০, সোনালী ৪ কোটি ৯৪ লাখ ৩০,০০০ ও রূপালী ব্যাংকের মাধ্যমে ৬৭ লাখ ৪০,০০০ ডলার এসেছে। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ ৮২ লাখ ১০,০০০ ডলার। একই সঙ্গে বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ৩০,০০০ ডলার। এসব ব্যাংকের মধ্যে কমার্স ব্যাংক অব সিলন ৩ লাখ ১০,০০০, সিটি ব্যাংক-এনএ ৮০,০০০, এইচএসবিসি ২১ লাখ ১০,০০০, স্ট্যান্ডার্ড চার্টার্ড ২৪ লাখ, স্টেট ব্যাংক ইন্ডিয়া ২০,০০০ ও উরি ১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এদিকে বিদেশী আল-ফালাহ, হাবিব ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমে কোন রেমিট্যান্স আসেনি। তথ্য মতে, ডিসেম্বরের প্রথম ১২ দিনে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো থেকে রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ৮৩ লাখ ৯০,০০০ ডলার।

No comments

Powered by Blogger.