ডিইউএএ’র উদ্যোগে ১৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (ডিইউএএ) উদ্যোগে ৮টি ট্রাস্ট ফান্ডের আওতায় নির্ধারিত বিভিন্ন বিভাগের ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ‘অ্যালামনাই ফ্লোরে’ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান এই বৃত্তি হস্তান্তর করেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন- ডিইউএএ-মতিউর রহমান ট্রাস্ট ফান্ড থেকে নুসরাত জাহান (ফার্মেসি বিভাগ, ৪র্থ বর্ষ), অভিজিৎ দাস (বায়োকেমিস্ট্রি বিভাগ, ৪র্থ বর্ষ), মো. রহমত আলী (মাইক্রোবায়োলজি বিভাগ, ৪র্থ বর্ষ), সাদমান তৌসিফ ইসলাম (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ৪র্থ বর্ষ), নাফিসা নাওয়াল ইসলাম (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ)। ডিইউএএ-বেদুইন-শামস এবং রাজিয়া খাতুন ট্রাস্ট ফান্ড থেকে মো. জাহিদুল ইসলাম (আইন বিভাগ)। ডিইউএএ-আশ্রাফউদ্দীন ট্রাস্ট ফান্ড থেকে শহীদুল ইসলাম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ৩য় বর্ষ)। ডিইউএএ-অস্ট্রেলিয়া মেরিট ফান্ড থেকে মো. খলিলুর রহমান (ফিন্যান্স বিভাগ, ২য় বর্ষ), নাজমা আক্তার (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ২য় বর্ষ), সৈয়দা ফারজানা ফারাহ (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ৩য় বর্ষ)। ডিইউএএ-রওশন আরা রহমান ট্রাস্ট ফান্ড থেকে কানিজ ফাতেমা (বাংলা বিভাগ, এমফিল)। ডিইউএএ-রিনা চৌধুরী ও মুনিবর রেজা চৌধুরী ট্রাস্ট ফান্ড থেকে আবু সুফিয়ান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৪র্থ বর্ষ), জান্নাতুন্নেছা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৪র্থ বর্ষ)। ডিইউএএ-মো. আশরাফুল করিম ট্রাস্ট ফান্ড থেকে মো. রনি মোল্লা (মার্কেটিং বিভাগ)। ডিইউএএ-জরহাম আলী মোগল ট্রাস্ট ফান্ড থেকে শারমিন নাহার (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ)। এসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন, মিডিয়া ব্যক্তিত্ব ও কৃষিবিদ শাইখ সিরাজ, এসোসিয়েশনের মহাসচিব দেওয়ান রাশেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও মানবজমিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কে এম বাবর আশরাফুল হক, ডিইউএএ নিউ ইয়র্ক সভাপতি মো. হোসেন, রওশন আরা রহমান ট্রাস্ট ফান্ডের রওশন আরা রহমান, আশ্রাফ উদ্দীন আহমেদ ট্রাস্ট ফান্ডের পক্ষে রিফাত আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের শিক্ষা সম্পাদক কর্নেল (অব.) রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দেশসেরা এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করতে আসেন তারা অধিকাংশই গ্রাম থেকে উঠে আসেন। অনেকের আর্থিক অবস্থা সচ্ছল নয়। তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য এসব ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুর্নীতি দমনের চেয়েও দুর্নীতি প্রতিরোধে জোর দেয়া হচ্ছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন তো সব সময় করা হয়। কিন্তু এর প্রতিরোধের ব্যবস্থা করলে দুর্নীতি আরও কমে আসবে। তিনি বলেন, শুধু বাংলাদেশে নয় বিশ্বের উন্নত দেশেও দুর্নীতি রয়েছে। আমাদের লক্ষ্য দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা। মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, অ্যালামনাই এসোসিয়েশন একটি বিশ্ববিদ্যালয়ের চেয়েও শক্তিশালী। এখানে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরাই যুক্ত হয়। তারা শিক্ষা নিয়ে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আক্তার হুসাইন বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন বর্তমানে যে গতি নিয়ে কাজ করছে তা তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তারা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড়স্থ প্রবেশমুখে তোরণ নির্মাণ করছে। বিশ্ববিদ্যালয়ে আরও অনেক উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অনেক গুরুত্বপর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি মন্তব্য করেন।

No comments

Powered by Blogger.