‘গণতন্ত্র বিরোধী কর্মসূচী মোকাবিলা করা হবে’ -নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান মোতাবেক গণতন্ত্র রক্ষায় ৫ই জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তা সারা বিশ্বে স্বীকৃতিও পেয়েছে। আগামী ৫ই জানুয়ারী বর্তমান সরকারের প্রথম বর্ষপূতি হবে। এদিনে বিএনপি তথা ২০ দলীয় জোট যদি গণতন্ত্র বিরোধী কোন কর্মসূচী পালনের চেষ্টা করে তা প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে তা মোকাবেলা করা হবে। বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, নির্বাচনে অংশ না নেয়া যে কোন দলের রাজনৈতিক অধিকার কিন্তু নির্বাচনে অংশ না নিয়ে বৈধ সরকারকে অবৈধ ভাবে উৎখাতের চেষ্টার হুমকি ধামকি মেনে নেয়া হবে না। রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সন্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও আইন শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম একথা বলেন। এজন্য তিনি সিরাজগঞ্জের প্রশাসনকেও সর্তক থাকার আহবান জানান। জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাজী ম. আমজাদ হোসেন মিলন এমপি, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.