পাকিস্তানে ২৭ জঙ্গি নিহত ২ জঙ্গির ফাঁসি কার্যকর

পাকিস্তানের পেশোয়ারের সেনানিয়ন্ত্রিত স্কুলে তালেবানদের বর্বরোচিত হত্যাযজ্ঞের পর জঙ্গি উৎখাতে অভিযান জোরদার করেছে দেশটির সরকার। গতকাল পৃথক অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ২৭ জঙ্গি। এছাড়া শুক্রবার দুই জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ খবর দিয়েছে ডন। পেশোয়ারের বাজারগারি এলাকায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে গুরুত্বপূর্ণ এক কমান্ডারসহ নিহত হয়েছে কমপক্ষে ৫ জঙ্গি। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দারা আদাম খেল শহরের কাছাকাছি ওই সংঘর্ষ ঘটে। এতে শহরটির গুরুত্বপূর্ণ তালেবান কমান্ডার মুস্তাফা ওরফে মানান নিহত হয়। সে পেশোয়ার স্কুল হামলার অন্যতম সন্দেহভাজন চক্রান্তকারী উমর মানসুরের ভাই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই সংঘর্ষে আহত হয় দুই সেনা। এদিকে খাইবার প্রদেশে অব্যাহত বিমান অভিযানে গতকাল কমপক্ষে ২০ জঙ্গি নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, খাইবারের তিরাহ এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। এদিকে চারসাদ্দা জেলার সারো কেলি এলাকায় কমপক্ষে দুই সন্দেহভাজন জঙ্গি ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ছাড়া আহত হয় দুই পুলিশ সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা সারো কেলির বাড়িকর এলাকায় অভিযান চালায়। সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার খাইবার অঞ্চলে পরিচালিত অভিযানে নিহত হয়েছে মোট ১১৯ জন জঙ্গি। এর মধ্যে স্থল অভিযানে নিহত হয়েছে ৬২ জন আর বিমান হামলায় ৫৭। আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় ১৩২ জন ছাত্রছাত্রীসহ নিহত হয় ১৪৮ জন। এর পরই সন্ত্রাসী মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর পরই শুক্রবার রাতে কারাবন্দি অভিযুক্ত দুই জঙ্গি মোহাম্মদ আকিল ও আরশাদ মাহমুদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফয়সালাবাদের একটি কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়। ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আকিলকে ফাঁসি দেয়া হয়। আর আরশাদের মৃত্যুদণ্ড হয় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টার জন্য। আগামী সপ্তাহে আরও কয়েকজনের ফাঁসি কার্যকরের পরিকল্পনার কথা তুলে ধরে পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুজা খানজাদা বলেছেন, এই মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে জাতির মনোবল বাড়বে। পাকিস্তানের সেনাপ্রধান এ পর্যন্ত সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ৬ জনের মৃত্যু পরোয়ানায় সই করেছেন বলে খবরে জানা গেছে।
সমন্বিত হামলা চালাবে পাকিস্তানি-আফগান নিরাপত্তা বাহিনী
পাকিস্তান ও আফগানিস্তান সরকার উভয় দেশের সীমান্তে সন্ত্রাসবিরোধী সমন্বিত অভিযান পরিচালনা করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আফগান নেতৃত্ব সন্ত্রাস প্রতিরোধে পাকিস্তানকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

No comments

Powered by Blogger.