মেয়র আরিফুল ও গউছের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলায় সম্পুরক চার্জশিট গ্রহণ করেছে আদালত। এসময় আদালত সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ এবং খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রশিদ আহমেদ মিরন আজ দুপুরে এ আদেশ দেন। এ আদেশের পরপরই হবিগঞ্জ শহরে ছাত্রলীগের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১০জন আহত হয়েছেন। কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেছা পারুল রোববার দুপুরে দুই আসামীর নাম সংশোধন করে চতুর্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন। গত ১৩ নভেম্বর কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল তৃতীয় দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন। ওই চার্জশিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ নতুন ১১ জনের নাম অন্তর্ভুক্ত করে ৩৫ জনকে আসামি করা হয়।

No comments

Powered by Blogger.