গাজায় আবার ইসরাইলের বিমান হামলা

গাজায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে এ হামলা চালানো হল। শনিবার প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্র এ তথ্য জানা যায়। গাজায় খান ইউনিস এলাকার বাসিন্দারা জানিয়েছে, তারা অন্তত দুবার বিস্ফোরণের শব্দ শুনেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ২৬ আগস্ট উভয়পক্ষের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের পর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের প্রথম বিমান হামলার ঘটনা ছিল এটি। উল্লেখ্য, ওই অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে তাদের মধ্যে চলা ৫০ দিনের ভয়াবহ যুদ্ধের অবসান ঘটেছিল।
ইসরাইলি সামরিক বাহিনী এ বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে। তারা জানায়, হামাসের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে সামরিক মুখপাত্র লে. কর্নেল পিটার লেমার জানান, ইসরাইলের বিরুদ্ধে আজকের হামলার জন্য ফিলিস্তিনের সন্ত্রাসী সংগঠন হামাস দায়ী।
পরিবেশ দূষণের দায়ে ইসরাইলকে ৮৫ কোটি ডলার জরিমানা : লেবানন উপকূলে তেল ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে ইসরাইলকে ৮৫ কোটি ডলার তথা প্রায় ৬ হাজার ৫৭২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে জাতিসংঘ। ২০০৬ সালের যুদ্ধে তেল ট্যাংকারে ইসরাইলি হামলায় এ বিপর্যয়ের ঘটনায় জাতিসংঘের সাধারণ পরিষদে নেয়া রেজ্যুলেশনে এ কথা বলা হয়েছে।
শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ বিষয়ে একটি প্রস্তাবনা পাস হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরাইলি মিশন এক বিবৃতিতে এ রেজ্যুলেশনকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যায়িত করেছে।

No comments

Powered by Blogger.