পিই রেশিও কমেছে ১.৬৯ শতাংশ

পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া ৪ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবস মূল্যসূচক কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার সূচক তুলনামূলক কম বেড়েছে। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দর কমেছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহ শেষে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। সপ্তাহশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পিই রেশিও কমেছে ১.৬৯% বা ০.৩ পয়েন্ট। সপ্তাহশেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৭.৫৮ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে অবস্থান করে ১৭.৮৮ পয়েন্টে।  খাতভিত্তিক: ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১০.১৮ পয়েন্টে, আর্থিক খাতের ১৫.১৪ পয়েন্ট, প্রকৌশল খাতের ২১.৮৬, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯.৪২, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৭৭, পাট খাতের ২০৪.৫০, বস্ত্র খাতের ১২.৬৫, ওষুধ ও রসায়ন খাতের ২২.৩১, সেবা ও আবাসন খাতের ৪৩.৫৮, সিমেন্ট খাতের ২০.৪০, তথ্যপ্রযুক্তি খাতের ২৪.৫৫, চামড়া খাতের ২২.৬১, সিরামিক খাতের ৩৭.৭৬, বীমা খাতের ২১.৮৪, বিবিধ খাতের ৩২.৫১, পেপার ও প্রকাশনা খাতের ১১.৩৬, টেলিযোগাযোগ খাতের ২২.৯৯, ভ্রমণ ও অবকাশ খাতের ১৬.০৯ পয়েন্টে।

No comments

Powered by Blogger.