এবার আদালতে মামলা করবেন হ্যাপি

জাতীয় দলের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে এবার আদালতে প্রতারণার মামলা করতে যাচ্ছেন চিত্রনায়িকা হ্যাপি। এরই মধ্যে মামলা দায়েরের জন্য একজন আইনজীবী নিয়োগ করেছেন তিনি। একই সঙ্গে রুবেলের বিরুদ্ধে আগেই দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটিও জোরালোভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাপি ও আইনজীবী সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই প্রতারণার মামলাটি দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার জানান, হ্যাপি তাকে আইনজীবী নিয়োগ করেছেন। তারা নতুন করে আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। মামলায় প্রতারণার বিভিন্ন বিষয়ও আদালতে উত্থাপন করা হবে। গত ১৩ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। মামলায় রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করেন এই অভিনেত্রী। মামলা দায়েরের পর থেকেই আত্মগোপনে চলে যান রুবেল। বন্ধ করে দেন মিডিয়ার সঙ্গে যোগাযোগও। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশও কয়েক দফা অভিযান চালিয়ে ব্যর্থ হয়। দুদিনের মাথায় রুবেল নিজেই হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত তাকে চার সপ্তাহের আগাম জামিন দেয়।
হ্যাপি জানিয়েছেন, রুবেলের প্রেমের সম্পর্কের অনেক প্রমাণ তার হাতে রয়েছে। এগুলো তিনি থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন। এর কপি তিনি আদালতেও জমা দেবেন। হ্যাপি জানান, বিয়ের কথা বলে রুবেল তাকে যে ধোঁকা দিয়েছে তার জন্য তার শাস্তি পেতে হবে। তাকে কোন ছাড় দেয়া হবে না। রুবেলের পক্ষ থেকে কোন আপসের চেষ্টা করা হয়েছে কিনা জানতে চাইলে হ্যাপি জানান, গত ৬ই ডিসেম্বর প্রথম তিনি যখন থানায় মামলা দায়ের করতে গিয়েছিলেন তখন রুবেলের সতীর্থ কয়েকজন ক্রিকেটার তাকে বিষয়টি মীমাংসা করে দেয়ার কথা বলে মামলা না করতে নিষেধ করেছিলেন। কিন্তু তারা কেউ আর পরে দায়িত্ব নিতে চাননি। এখন আপসের চেষ্টা করেও কোন লাভ হবে না। আদালতের রায়ে যা বলা হবে তাই তিনি মেনে নেবেন। হ্যাপি বলেন, রুবেল বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের নামে প্রতারণাই শুধু করেননি, আর্থিক প্রতারণাও করেছে। এ বিষয়ে আদালতে মামলা করা হবে। সূত্র জানায়, হ্যাপির কাছ থেকে রুবেল একাধিক দামি মোবাইল সেট কৌশলে হাতিয়ে নিয়েছেন। এছাড়া কিছু আর্থিক লেনদেনের বিষয়ও রয়েছে। এ সব বিষয়ে আদালতে আরেকটি প্রতারণা মামলা হবে। এদিকে রুবেল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার রুবেলের সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাখ্যা দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। তবে কৌশলগত কারণে সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান রুবেল। আপাতত তিনি গণমাধ্যম কর্মীর সামনে আসতে চাইছেন না। তবে অপর একটি সূত্র জানিয়েছে, রোববার রুবেল আইনজীবীকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন। এছাড়া নিজের বিরুদ্ধে আনা হ্যাপির অভিযোগ তিনি আদালতের মাধ্যমেই মোকাবিলা করবেন।

No comments

Powered by Blogger.