লাখভি আবার গ্রেফতার

ভারতে ২৬/১১-এর মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী জাকিউর রেহমান লাখভিকে আবারও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) থেকে জামিন পান তিনি। এর একদিন পরেই ফের তাকে দেশটির সরকারি আদেশ রক্ষণাবেক্ষণ (এমপিও) আইনের অধীনে গ্রেফতার করে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয়। দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে প্রভাবশালী দৈনিক ডন জানায়, লাখভির জামিন অনুমোদনের বিরোধিতা করে উচ্চ আদালতে আপিল আবেদনের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। লাখভির গ্রেফতার-পরবর্তী জামিন আবেদন গৃহীত হওয়ার পর এটিসি তাকে মুক্তি দেয়ার আদেশ দেয়। লাখভির জামিন হিসেবে পাকিস্তানি মুদ্রায় এক লাখ রুপি ধার্য করেন বিচারক সৈয়দ কাওসার আব্বাস জাইদিএটিসির এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। স্মরণকালের ভয়াবহ জঙ্গি হামলার শিকার হওয়ার মাত্র একদিনের মাথায় কীভাবে এমন সিদ্ধান্তে আসতে পারল পাকিস্তান, তা নিয়েও বিস্মিত ভারতের বিভিন্ন মহল। ২০০৮ সালে মুম্বাই হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে অভিযুক্ত সাতজনের অন্যতম হলেন লাখভি। অভিযুক্ত বাকি ছয়জন হাম্মাদ আমিন সাদিক, শাহিদ জামিল রিয়াজ, ইউনুস আনজুম, জামিল আহমেদ, মাজহার ইকবাল ওপ আবদুল মাজিদ বর্তমানে মুম্বাই হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিচারাধীন রয়েছেন এবং আদিয়ালা কারাগারে আটক আছেন।

No comments

Powered by Blogger.