শাহজালালে আড়াই কেজি সোনাসহ কেবিন ক্রু আটক

শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের সময় রাসেল নামে এক কেবিন ক্রুকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার কাছ থেকে আড়াই কেজি সোনা ও বেশ কিছু আইফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দৈনিক যুগান্তরে বিমানে ফ্লাইট কেনাবেচা শীর্ষক সংবাদ প্রকাশের পরদিনই আটক করা হল রাসেলকে।
দীর্ঘদিন থেকেই অভিযোগ রয়েছে, কিছু অসাধু কেবিন ক্রু সোনা চোরাচালানে জড়িত। এদের মধ্যে রাসেল, দুই নারী কেবিন ক্রু ও এক পার্সার জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক হওয়া কেবিন ক্রুর নাম মাজহারুল আফসার রাসেল (৩৮) বুধবার বাংলাদেশ বিমানের বিজি-০৪৬ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় ফেরেন। দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাসেলকে সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। তখন তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৩৪৮ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়।

No comments

Powered by Blogger.