সিনজারে পিছু হটলো আইএস

ইরাকের উত্তরাঞ্চলীয় সিনজার পর্বতমালা থেকে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের হটিয়ে দিয়েছে দেশটির কুর্দি বাহিনী। ওই এলাকাটি গত আগস্ট থেকে আইএসের দখলে ছিল। আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এটাকে তাদের সবচেয়ে বড় অর্জন বলে দাবি করেছে কুর্দি বাহিনী। বিবিসির খবরে বলা হয়, বুধবার সকাল থেকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহায়তায় আইএস নিয়ন্ত্রণাধীন সিনজার পর্বতমালার দিকে অগ্রসর হয় কুর্দি বাহিনী। কুর্দি বাহিনীর দাবি, প্রায় আট হাজার কুর্দি পেশমার্গা বাহিনী সেখানে হামলা চালায়। আইএসের কাছ থেকে সিনজার পর্বতমালার বেশকিছু এলাকা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তারা। বৃহস্পতিবার কুর্দিস্তান আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিলের চ্যান্সেলর মাসুদ বারজানি বলেন, ‘সিনজার পর্বতমালায় অবরুদ্ধ ইয়াজিদি সম্প্রদায়ের লোকদের উদ্ধার করতে অক্টোবরে পুনর্দখলে নেয়া জুমার থেকে অগ্রসর হয় কুর্দি সেনারা।
এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্টিন ডেম্পসি বলেছেন, ‘ইরাকে বড় আকারের বিমান হামলা চালানো হয়েছে। এতে ইরাকের আইএসের শীর্ষ সাত নেতা নিহত হয়েছে। শীর্ষ আইএস নেতাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ বিমান হামলা চালানো হয়। আইএস জঙ্গি দমনে এটি কার্যকর হবে।’ বিবিসি

No comments

Powered by Blogger.