অপুর জামিন আবেদন খারিজ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নূর উদ্দিন অপুর জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন এবং বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল মমতাজ উদ্দিন, দুদকের পক্ষে  খুরশীদ আলম খান এবং অপুর পক্ষে জয়নুল আবেদীন শুনানি করেন। গত ১৪ই জুলাই ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় অপুর জামিন আবেদন নাকচ করেন। এরপর ২০শে জুলাই তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। ওই সময় হাইকোর্ট রুল জারি করেছিল। শুনানি শেষে ওই রুল খারিজ করলো আদালত। বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ূন  কবীর সাব্বির হত্যা মামলার আসামিদের বিদেশ পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ২০০৭ সালের ৪ঠা অক্টোবর দুদক এই মামলা দায়ের করে। ২০০৮ সালের ১৪ই জুলাই আদালত অভিযোগ গঠন করে। অপু এই মামলার এজাহারভুক্ত আসামি।

No comments

Powered by Blogger.