৫৬ জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট গ্রহণ

আলোচিত একরাম চেয়ারম্যান হত্যা মামলায় ফেনীর সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বুধবার সকালে ২৯ আসামির উপস্থিতিতে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমীর মুহাম্মদ ফারুকীর আদালত এ আদেশ দেন এবং চার্জশিট গ্রহণ করেন। পরে আদালত আসামি ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল আলম মিষ্টারকে পলাতক দেখিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে ২০ মে বেলা ১১টায় শহরের বিলাসী সিনেমা হলের সামনে গুলি করে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।এ ঘটনায় র‌্যাব ফেনী ক্যাম্প সদস্যরা মূল হত্যাকারীসহ প্রথমে ৮ আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ ও র‌্যাব মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি জেলা তাঁতী দলের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারসহ ৩০ জন আসামিকে গ্রেফতার করে। ২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ৫৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।মামলার নথি উচ্চ আদালত থেকে ফেরত আসায় বুধবার বাদী ও বাদী পক্ষের আইনজীবী হাজির না থাকলেও চার্জশিটের ওপর শুনানি শেষে আদালত তা গ্রহণ করে এবং পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারকৃত ৩০ আসামির মধ্যে মাহাতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকায় চিকিৎসাধীন থাকায় অপরাপর ২৯ জনকে আদালতে হাজির করা হয়।

No comments

Powered by Blogger.