ছুটন্ত খোলা ট্রাকে 'কিডন্যাপড' সুন্দরী



ব্যস্ত রাস্তা দিয়ে ছুটছে পিক আপ ট্রাক। গাড়ির পেছনে মুখ-হাত-পা বাঁধা অবস্থায় পড়ে এক তরুণী। হতভম্ব লোকজন। মুহূর্তে ক্যামেরা-মোবাইলে উঠে গেল ছবি। ছড়িয়ে পড়ল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। খবর গেল পুলিশের কাছেও। তড়িঘড়ি তাদের বিশেষ টিম নিয়ে বেরিয়ে পড়ল ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ারের পুলিশ। ট্রাকের পিছু নিয়ে জানা গেল অন্য গল্প। গোটা শহরে হুলুস্থুল ফেলে দেয়া ঘটনায় দায়ী নেহাতই নিরীহ এক স্টিকার। ট্রাকের পেছনের ডালায় লাগানো স্টিকারের ছবিতেই রয়েছে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় শায়িত তরুণী। তাই দেখেই রজ্জুতে সর্পভ্রম হয়েছে সবার। কিন্তু এমন স্টিকার গাড়িতে লাগানো চলবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিম ইর্য়কশায়ারের পুলিশ। এর ফলে শহরে শান্তি বিঘ্নিত হচ্ছে বলে দাবি তার। কেউ কেউ এর সঙ্গে ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন তুললেও, প্রশাসন জানিয়েছে যে নারীর ওপর অত্যাচার বা ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনার সঙ্গে জড়িত বিষয়ে কোনও 'নিছক মজা' করা যাবে না। ট্রাক মালিক হেল্লেওয়েলও বিতর্কিত স্টিকারটি সরাতে রাজি হয়েছেন।– ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.