‘বাংলাদেশ ডিসকভারি রাইড’ শুরু ২০ নভেম্বর

আগামী ২০ নভেম্বর থেকে ইফাদ গ্রুপের প্রধান পৃষ্ঠপোষকতায় পাঁচদিন ব্যাপী ‘বাংলাদেশ ডিসকভারি রাইড-২০১৪’ অনুষ্ঠিত হবে।  এ উপলক্ষে মঙ্গলবার আরটিভি’র হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরটিভির পরিচালক ফিরোজ আলম, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান ব্যবস্থাপক আনিস রহমান,  জাইকার কেউ টোয়ামা, জাপানের বাংলাদেশ প্রথম সচিব রাইজি টি-সাগে, বাংলাদেশ পর্যটন বোর্ডের আখতারুজ্জামান খান কবির, ঢাকা ওয়াসা নিসাত মজুমদার, উত্তরা মোটরস লিমিটেডের উতপাল কুমার শাহা, নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ইন্ডাস্ট্রিস লিমিটেডে প্রফেসর আনিস আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান স্পন্সর হিসেবে ইফাদ গ্রুপের সম্পৃক্ততা প্রসঙ্গে ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ বলেন, “পর্যটন ও সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত কার্যক্রমে দেশের অভ্যন্তরে পর্যটন উন্নয়নে ইফাদ গ্রুপ সবসময় পাশে থাকবে। পর্যটন শিল্প দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এই শিল্প  দেশের সীমানা পেরিয়ে  বহির্বিশ্বে সুনাম ছড়িয়ে পড়েছে। তাই পর্যটন শিল্পের প্রচার ও প্রসারে ইফাদ গ্রপ উদ্যোগী ভুমিকা পালন করে যাচ্ছে।”   আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,  পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশে ও বিদেশের প্রায় কয়েক’শ সাইক্লিস্ট অংশগ্রহণ করবে। ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড এই অনুষ্ঠানের প্রধান স্পন্সর।   ‘বাংলাদেশ ডিসকভারি রাইড ২০১৪’ অনুষ্ঠানে বিভিন্ন দেশের এবং বিভিন্ন সংস্কৃতির মানুষ অংশ নেবে। এই অনুষ্ঠানের মূল্য উদ্দেশ্য হলো পর্যটন শিল্পকে আরো শক্তিশালি করে তোলা, পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং নারীর ক্ষমতায়ন বাড়ানো এবারের অনুষ্ঠানের প্রধান প্রতিপাদ্য। এই প্রচারণার মাধ্যমে ইফাদ মাল্টি প্রোডাক্টস বাংলাদেশকে বিশ্বের কাছে দেশের পর্যটন শিল্পের সুন্দর প্রাকৃতিক পরিবেশকে উপস্থাপন করবে। এর পাশাপাশি সমাজ উন্নয়নে অবদান রাখাও অন্যতম লক্ষ্য। এছাড়াও এই আয়োজনে মাধ্যমে পরিবেশ দূষণ রোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক, উন্নয়নমূলক কাজে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন। আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, কোগ-ওয়ে সাইকিলিং এন্ড সাংস্কৃতিক বিনিময় সমিতি এর আয়োজনে অনুষ্ঠানটি পরিচালকনা করবে বাংলাদেশ ডিকসভারি রাইড কমিটি। অনুষ্ঠানটিকে সমর্থনের থাকবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশে জাপান দূতাবাসের ওয়াইল্ড টিম। ২০০ কিলোমিটারের এই অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন বিদেশী সাইকেল আরোহী এর অংশপ্রহণকারী হিসেবে থাকবে। অনুষ্ঠানের সহযোগী পার্টনার হিসেবে থাকবে কসমস গ্রুপ, এ কে খান এন্ড কোম্পানি লিমিটেড, এবি ব্যাংক, ইসুজু। বিশেষ সহযোগি মিটসুবিশী করপোরেশন, ইস্টান মোটরস, আস্টেচ লিমিটেড, পেডরোলো । পার্টনার হিসেবে থাকবে, জাইকা, বিডি সাইক্লিস্ট,  ওয়াল্ড টিম, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন,  সেফ, ক্যাফে সাইকলিস্ট, যাত্রিক, ঢাকা কুরিয়ার, নাবিস্কো। মিডিয়া পার্টনার, আরটিভি, ইউএনবি।

No comments

Powered by Blogger.