সজীব ওয়াজেদ জয় ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা পদে সজীব আহমেদ ওয়াজেদ (জয়) ও ইকবাল সোবহান চৌধুরীকে নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি)(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন। এর মধ্যে সজীব আহমেদ ওয়াজেদ (জয়)- কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইকবাল সোবহান চৌধুরী-কে তথ্য উপদেষ্টা (মিডিয়া অ্যাডভাইজার) করা হয়েছে। গত ১৭ই নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার আদেশে বলা হয়েছে, এ দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক। তথ্য উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ দায়িত্ব পালনে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক। তথ্য উপদেষ্টার তিন ধরনের সুবিধার কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজনীয় জনবলসহ অফিস, সরকারি যানবাহন এবং দায়িত্ব পালনকালে মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে আসন গ্রহণ করবেন তিনি। এ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ৭-এ। এর আগে গত ১২ই জানুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে এইচ টি ইমাম (রাজনীতি বিষয়ক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. গওহর রিজভী (আন্তর্জাতিক বিষয়ক) এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিকী (নিরাপত্তা বিষয়ক)- কে নিয়োগ করা হয়। এরপর ২৬শে জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা পদে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রমকে নিয়োগ করা হয়। সর্বশেষ ১৭ই নভেম্বর দুই জনকে উপদেষ্টা পদে নিয়োগ করা হলো। আগের উপদেষ্টাদের সঙ্গে তাদের পার্থক্য, নিয়ম অনুযায়ী তারা বেতন ভাতা ও সুবিধা পাচ্ছেন। নতুন দুই উপদেষ্টার মধ্যে একজন কিছু সুবিধা পেলেও বেতন-ভাতা পাবেন না।

No comments

Powered by Blogger.