ছোট খবর

বোগোটা
সমঝোতা
কলাম্বিয়ার অপহৃত এক জেনারেলের মুক্তি দেয়ার শর্তে ঐক্যমতে পৌঁছেছে বামপন্থী ফার্ক গেরিলা গোষ্ঠী এবং দেশটির সরকার। বৃহস্পতিবার হাভানা থেকে এ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কিউবা এবং নরওয়ের কর্মকর্তারা। যত দ্রুত সম্ভব অপহৃত জেনারেলসহ চার ব্যক্তিকে মুক্তি দেয়া হবে বলে জানান হলেও এ চুক্তির বিষয়ে বিস্তারিত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। এএফপি
ইয়াউন্দে
বোকো হারামের হামলা
নাইজেরিয়ার ইসলামপন্থী জঙ্গি গ্রুপ বোকো হারাম প্রতিবেশী ক্যামেরুনে হামলা জোরদার করছে। তারা সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে নতুন নতুন গ্রাম লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আগামী শুষ্ক মৌসুমে সহিংসতার মাত্রা বেড়ে যেতে পারে। সীমান্ত জোনের এলিট ব্যাটালিয়ানের কমান্ডার লিওপল্ড নাতে এবালে বলেন, আমরা বুঝতে পারছি বোকো হারাম তাদের খিলাফত প্রতিষ্ঠা কেবল নাইজেরিয়ায় নয় প্রতিবেশী ক্যামেরুনেও করতে চাচ্ছে। এপি
সিউল
১০ বছরের জেল
দক্ষিণ কোরিয়ার সিওল ফেরি অপারেটর কোম্পানির প্রধানকে বৃহস্পতিবার ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ফেরিডুবির ঘটনায় নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এ সাজা দেয়া হল। ওই নৌ দুর্ঘটনায় তিন শতাধিক লোকের প্রাণহানি ঘটে। চংহায়েজিন মেরিন কোম্পানির সিইও কিম হ্যান-সিক ফেরিটির যাত্রী ধারণের সক্ষমতা বাড়াতে অবৈধভাবে সংস্কারের এবং নিয়মিতভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দিয়েছিলেন। এএফপি
ওয়াশিংটন
বিশ্ববিদ্যালয়ে গুলি
ফ্লোরিডার একটি প্রধান বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ভোরে এক বন্দুকধারীর গুলিতে তিনজন আহত হয়েছেন। এ সময় নিরাপত্তা কর্মকর্তাদের গুলিতে হামলাকারীও নিহত হয়। যুক্তরাষ্ট্রে ব্যাপকহারে ছড়িয়ে পড়া সহিংসতার এটা সর্বশেষ ঘটনা। রাজ্যের রাজধানী টালাহ্যাসির ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে মাঝরাতের পরেই এ ঘটনা ঘটে। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের একটি পাঠাগারের বাইরে গুলি বর্ষণ শুরু করে। এএফপি

No comments

Powered by Blogger.