জাতিসংঘের কালো তালিকায় নতুন সংগঠন

আনসার আল-শরিয়া নামে নতুন একটি দলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। ২০১২ সালে লিবিয়ার রাজধানী বেনগাজিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি মিশনে হামলার দায়ে একটি সশস্ত্র দলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আল কায়দার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত সংগঠন আনসার আল-শরিয়ার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রকে সংগঠনটির সব সদস্যের ভিসা বাতিল করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বেনগাজিতে হামলার জন্য মূলত দায়ী করা হয় আনসার আল-শরিয়া এবং আনসার আল-শরিয়া দেরনা নামক দুটি সংগঠনকে। আর এই দুটি সংগঠনই লিবিয়ার আল কায়দা, ইসলামিক মেঘরাব এবং অন্যান্য সশস্ত্র সংগঠনের সঙ্গে সংযুক্ত।
গত অক্টোবর মাসে আনসার আল-শরিয়া দেরনা ইরাকের ইসলামিক স্টেট বাহিনীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিবৃতি প্রদান করেছিল। এরপর থেকেই মূলত সংগঠন দুটিকে নিষিদ্ধ করার ব্যাপারে তৎপর হয় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো।

No comments

Powered by Blogger.