পাক-ভারতের রণক্ষেত্র হবে না আফগানিস্তান

ভারত ও পাকিস্তানের ছায়াযুদ্ধ আফগানিস্তান কখনও মেনে নেবে না বলে জানিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। বুধবার নয়া দিল্লিতে বুদ্ধিজীবীদের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আফগানিস্তান ইস্যুতে ভারত ও পাকিস্তান যে কোনো সময় ছায়াযুদ্ধে জড়িয়ে পড়তে পারে-পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এর এমন সতর্কবাণী উপেক্ষা করে হামিদ কারজাই বলেন, এ ধরনের অভিযোগ সত্যিই দুঃখজনক।
তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো ধরনের ছায়াযুদ্ধ অবশ্যই আফগানিস্তান মেনে নেবে না। আমাদের দেশকে রণক্ষেত্র হিসেবেও ব্যবহার করতে দেয়া হবে না। কারজাই বলেন, এ ধরনের ছায়াযুদ্ধ ভারতও মেনে নেবে না। এ সপ্তাহের শুরুতে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে মোশাররফ বলেন, ভারত আফগানিস্তানের নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোকে পাকিস্তানবিরোধী প্রচারণায় ব্যবহার করতে চাচ্ছে। আর এমনটি হলে পাকিস্তানও পশতুনের নৃতাত্ত্বিকদের ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে।
পারভেজ মোশাররফের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কারজাই বলেন, তার এ বক্তব্য সত্যিকার অর্থেই দুর্ভাগ্যজনক। ডন।

No comments

Powered by Blogger.