সে দুই কিশোরী ধর্ষিত হননি : সিবিআই

গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া ভারতের উত্তর প্রদেশের সেই দু’ কিশোরী কাজিনকে ধর্ষণ ও খুন করার আলামত পায়নি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। বরং তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে সিবিআই। গত মে মাসে উত্তর প্রদেশের বাদাউন জেলার কাত্রা গ্রামে দুই কাজিনের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন ধারণা করা হয়েছিল, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে বহু দূরের খোলা মাঠে গেলে সেখানে তাদের গণধর্ষণ করে খুন করা হয়। এ নিয়ে ব্যপক আন্দোলন হয়েছিল ভারতজুড়ে। ফলশ্রুতিতে ৫ জন সন্দেহভাজনকে গ্রেফতারও করে উত্তর প্রদেশ পুলিশ। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। কিন্তু সিবিআই-এর তদন্তে সে দুই কাজিনকে ধর্ষণ কিংবা হত্যার কোনো আলামত বা প্রমাণ পাওয়া যায়নি। তাই গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে চার্জশিট না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। সিবিআই সূত্র জানিয়েছে, মারা যাওয়ার আগে সে দুই কিশোরীকে ধর্ষণ বা হত্যা করা হয়েছে, এমন কোনো প্রমাণ তারা পাননি। আগামীকাল বাদাউন আদালতে এ মামলায় তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারে সিবিআই। একজন জ্যেষ্ট সিবিআই কর্মকর্তা বলেছেন, নিহত দুই কিশোরীর যৌন নির্যাতনের শিকার হয়েছে - এমন ধারণা নিয়ে সন্দেহ পোষণ করেছে মেডিকেল বোর্ড। এ মামলায় হায়দ্রাবাদ ভিত্তিক সেন্টার ফর ডিএনএন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ডায়াগনোস্টিকস (সিডিএফডি) - এর সহযোগীতা নিয়েছে সিবিআই। এছাড়া দুই কিশোরীর পিতা-মাতার বক্তব্যেও অসঙ্গতি খুঁজে পেয়েছে তদন্তদল। এ ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ আসে ক্ষমতাসীন সমাজবাদী দলের নেতৃত্বাধীন সরকারের উপর। গত জুন মাসে এ মামলার দায়িত্ব গ্রহণ করে সিবিআই।

No comments

Powered by Blogger.