যশোদাবেনের উদ্বেগ- সরকারের কাছে জবাব চেয়েছেন নিরাপত্তা নিয়ে

সরকারি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। তাকে দেয়া এ নিরাপত্তার বিষয়ে তিনি এক চিঠিতে সরকারের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন- আমি ভারতের প্রধানমন্ত্রীর স্ত্রী। আমি জানতে চাই ভারতীয় সংবিধান ও আইনের কোন ধারায় আমাকে নিরাপত্তা দেয়া হচ্ছে। এ খবর দিয়েছে বিবিসি। এতে আরও বলা হয়, তথ্য অধিকার আইনের আওতায় এ চিঠি লিখেছেন তিনি। যশোদাবেন লিখেছেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার ব্যক্তিগত দেহরক্ষীদের গুলিতে নিহত হয়েছেন। আমাকে যে নিরাপত্তা দেয়া হচ্ছে তা নিয়ে আমি আতঙ্কিত। সুতরাং আমার জন্য যে নিরাপত্তা রক্ষী দেয়া হয়েছে, তাদের বিস্তারিত তথ্য আমাদের জানানো হোক। যশোদাবেন জানিয়েছেন তিনি চলাফেরা করেন বাসে বা অন্য গণপরিবহনে। আর নিরাপত্তা রক্ষীরা সরকারি গাড়িতে চড়ে তাকে অনুসরণ করে। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা যশোদাবেনের সঙ্গে নরেন্দ্র মোদির বিয়ে হয় ১৭ বছর বয়সে। কিন্তু বহু বছর ধরে তারা একসঙ্গে থাকেন না। নরেন্দ্র মোদি যে বিবাহিত ছিলেন তা অনেকদিন পর্যন্ত  গোপন রেখেছিলেন। এ বছরের এপ্রিলে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি যে মনোনয়নপত্র জমা দেন সেখানেই তিনি প্রথম প্রকাশ করেন যে, যশোদাবেন তার স্ত্রী। যশোদাবেন গুজরাটের মেহসানা জেলায় তার ভাইয়ের সঙ্গে থাকেন। এ বছরের শুরুতে ভারতে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি মাসে ১৪ হাজার রুপি পেনশন পান, সেই অর্থেই তার জীবন চলে। নরেন্দ্র মোদি বরাবরই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন। বলা হয়ে থাকে, হিন্দু জাতীয়তাবাদী ভোটারদের আকর্ষণের জন্য তিনি কৌমার্যব্রত নিয়েছেন বলে দেখাতে চেয়েছিলেন। কিন্তু গত মে মাসে বিপুল ভোটে বিজেপি’র বিজয়ের পর নরেন্দ্র মোদি যখন ভারতের প্রধানমন্ত্রী হন, তখন থেকে তার স্ত্রী যশোদাবেনকে ২৪ ঘণ্টার নিরাপত্তা দেয়া হয়। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, বিয়ের তিন বছর পরই স্বামীর কাছ থেকে তিনি আলাদা হয়ে যান। বিয়ের পর তারা মাত্র তিন মাস একসঙ্গে ছিলেন। নরেন্দ্র মোদির সমালোচকরা অভিযোগ করে থাকেন যে, তিনি হিন্দু জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) যোগ দেয়ার পর স্ত্রীকে পরিত্যাগ করেন। তারা বলে থাকেন, তিনি যে এত বছর ধরে তার স্ত্রীকে অস্বীকার করে এসেছেন, সেটাই প্রমাণ করে নারীদের ব্যাপারে তিনি কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

No comments

Powered by Blogger.