প্রবাসী সাংবাদিকরা দেশ ও প্রবাসের সেতুবন্ধনকারী

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, প্রবাসীদের সাফল্যগাঁথা, সমস্যা সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় প্রবাসী সাংবাদিকরা দেশের জনগণের কাছে সঠিক ভাবে উপস্থাপনা করে যাচ্ছেন। প্রবাসী সাংবাদিকরা দেশ ও প্রবাসের সেতুবন্ধনকারী। বুধবার লন্ডনের এক রেষ্টুরেন্টে বৃটেনের বাংলা মিডিয়ায় কর্মরত বৃহত্তর চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রবাসী বর্হিবিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। প্রবাসীদের দক্ষতা ও কর্ম অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করা প্রয়োজন। চট্টগ্রামের উন্নয়নে প্রবাসীদের যে কোন উদ্যোগকে চট্টগ্রামবাসী স্বাগত জানাতে প্রস্তুত। ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক বাংলা নিউজ এর সম্পাদক সোয়েব কবীরের সভাপতিত্বে ও জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক মুনীর চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকন কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. নুরুন নবী ও সাপ্তাহিক বাংলা নিউজ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট আইনজীবি আব্দুর রব মল্লিক। বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. নুরুন নবী বলেন, সত্যিকার অর্থে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে পরিণত করতে এবং চট্টগ্রামের সার্বিক উন্নয়নের দল মত নির্বিশেষে সবাইকে এক প্লাটফর্মে এসে কাজ করতে হবে। এসময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন এসএ টিভি ও আমাদের সময়ের লন্ডন প্রতিনিধি হেফাজুল করিম রকিম, এনটিভি ইউরোপের‘র জনপ্রিয় উপস্থাপক আতাউল্লাহ ফারুক, এনটিভি ইউরোপের হেড অব নিউজ রাজিব হাসান, চ্যানেল এস এর প্রযোজক তৌহিদুল করিম মুজাহিদ, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার শাহনেওয়াজ রকি, বাংলা টিভির মো. ইমরান, চ্যানেল আই ইউরোপের কমিউনিটি নিউজ এডিটর মো. কাওসার, দৈনিক আমার দেশ এর মাহবুবুর রহমান, বাংলা টাইমস এর তানভীর হাসান, মো. কফিল, মুজতাহেদ উজ জামান প্রমুখ।

No comments

Powered by Blogger.