পুলিশ দিয়ে মানুষ হত্যার বিচার হবে : জয়নুল আবেদীন
পুলিশ দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার একদিন জনতার আদালতে বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, ‘পুলিশ দিয়ে মানুষ হত্যায় যারা দায়ী থাকবে তাদের একদিন বিচারের আওতায় আনা হবে।’
গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ শেষে তিনি এ কথা বলেন।
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না আনলে বিএনপি নির্বাচনে যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
জয়নুল আবেদীন বলেন, ‘শেখ হাসিনা আপনি খালেদা জিয়াকে হুকুমের আসামি করার কথা বলেছেন। আপনি যে পুলিশ দিয়ে শত শত গুলি করাচ্ছেন। শত মায়ের কোল খালি করছেন। আপনি যেদিন ক্ষমতা থেকে চলে যাবেন, হাজার হাজার, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে। সেদিন জনতার আদালতে আপনার বিচার হবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘দেশে এখন সমস্যা একটাই, শেখ হাসিনা। যে মুহূর্তে আপনি সরকার প্রধান না থাকার ঘোষণা দেবেন, তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ঘোষণা না দিলে বাংলাদেশের জনগণ আপনাকে টেনে ক্ষমতা থেকে নামাবে।’
এর আগে অবরোধের সমর্থনে সুপ্রিমকোর্ট এলাকায় মিছিল করে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা। মিছিলে অংশ নেন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আবেদ রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মির্জা আল মাহমুদসহ অর্ধশত আইনজীবী।
No comments