৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী বছরের এসএসসি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও শুরু হবে।
গতকাল সোমবার আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন এ তথ্য জানান। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার রুটিন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) পাওয়া যাবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের রুটিন এখনো চূড়ান্ত হয়নি।
অধ্যাপক ফাহিমা খাতুন কালের কণ্ঠকে জানান, ১ ফেব্রুয়ারি থেকেই পরীক্ষাটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন শুক্রবার হওয়ায় তারিখ পিছিয়ে ৩ ফেব্রুয়ারি করা হয়েছে। ৫ মার্চ পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। ৬ মার্চ থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। তিনি আরো বলেন, পরীক্ষা শুরুর তিন দিন আগে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.