ইসরায়েল অস্ত্রবিরতি লঙ্ঘন করছে : হামাস

ইসরায়েলি সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল সোমবার পশ্চিম তীরে একজন এবং গাজার দক্ষিণাঞ্চলে গত শুক্রবার গুলিবিদ্ধ এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এসব ঘটনায় ইসরায়েল অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস।
ইসরায়েলের পুলিশ জানায়, গতকাল এক ফিলিস্তিনির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেনারা তাঁকে ধাওয়া করে। এ সময় ওই ফিলিস্তিনি গাড়ি চালাচ্ছিলেন। সেনারা ধাওয়া করলে গাড়িটি উল্টে যায়। এরপর ওই ফিলিস্তিনি একটি কুড়াল নিয়ে সেনাদের দিকে এগোনোর চেষ্টা করলে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
গত শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় ইসরায়েলি সেনারা বিক্ষোভরত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাতজন আহত হয়। এদের মধ্যে মাহমুদ জারঘুম (২১) নামের এক তরুণ গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সূত্র : এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.